সাইবার হামলা: নিশ:ব্দ যুদ্ধের ধ্বংসলীলা,সতর্কতা প্রয়োজন
সাইবার ইস্যু আজ পারমানবিক অস্ত্রেও চেয়েও বেশি আলোচিত। র্যানসমওয়্যারটির নাম দেয়া হয়েছে ‘ওয়ানাক্রাই’ - আক্ষরিক অর্থ অনেকটা - কাঁদতে চাই। গত ১২ মে থেকে এই র্যানসমওয়্যারটি পুরো বিশ্বের কম্পিউটার ব্যবহারকারীদের কান্নার কারণ হয়ে দাঁড়িয়েছে। ‘ওয়ানাক্রাই’ এখন বিশ্বের প্রধান সংবাদ। ১৪ মে ছিল আক্রমণের তৃতীয় দিন। ওইদিন সন্ধ্যার সর্বশেষ খবর অনুযায়ী বিশ্বের ১৫০ টি দেশ এই র্যানসমওয়্যারটির দ্বারা আক্রান্ত। হামলার শিকার দুই লাখেরও বেশি। যুক্তরাজ্য ও রাশিয়া সব চাইতে ক্ষতিগ্রস্ত দেশ। বাদ যাচ্ছে না কোন খাত। স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, টেলিকম, ব্যবসাসহ প্রায় সব খাতের কম্পিউটার সিস্টেম আক্রান্ত। বিশ্বজুড়ে এখন সাপ্তাহিক ছুটির রেশ। আতঙ্কের ব্যাপক প্রকাশ শুরু হবে আজ সোমবার থেকে। এদিকে খবর আসছে ‘ওয়ানাক্রাই’র দ্বিতীয় সংস্করণ তৈরি। দ্বিতীয় দফা আঘাত হানতে পারে আজ সোমবার ; আরও ভয়ঙ্কররূপে। র্যানসমওয়্যার গত দু বছর ধরেই সাইবার ত্রাসের শীর্ষে। আক্রান্ত হলে কিছুই করার থাকে না। হয় পণ দিয়ে উপাত্ত বা সিস্টেম পুনরুদ্ধার অথবা সব হারিয়ে নতুন করে আবার শুরু করা। ব্যাকআপ থাকলে ভালো, না থাকলে একেব