Posts

Showing posts from May, 2017

সাইবার হামলা: নিশ:ব্দ যুদ্ধের ধ্বংসলীলা,সতর্কতা প্রয়োজন

Image
সাইবার ইস্যু আজ পারমানবিক অস্ত্রেও চেয়েও বেশি আলোচিত। র‍্যানসমওয়্যারটির নাম দেয়া হয়েছে ‘ওয়ানাক্রাই’ - আক্ষরিক অর্থ অনেকটা - কাঁদতে চাই। গত ১২ মে থেকে এই র‍্যানসমওয়্যারটি পুরো বিশ্বের কম্পিউটার ব্যবহারকারীদের কান্নার কারণ হয়ে দাঁড়িয়েছে। ‘ওয়ানাক্রাই’ এখন বিশ্বের প্রধান সংবাদ। ১৪ মে ছিল আক্রমণের তৃতীয় দিন। ওইদিন সন্ধ্যার সর্বশেষ খবর অনুযায়ী বিশ্বের ১৫০ টি দেশ এই র‍্যানসমওয়্যারটির দ্বারা আক্রান্ত। হামলার শিকার দুই লাখেরও বেশি। যুক্তরাজ্য ও রাশিয়া সব চাইতে ক্ষতিগ্রস্ত দেশ। বাদ যাচ্ছে না কোন খাত। স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, টেলিকম, ব্যবসাসহ প্রায় সব খাতের কম্পিউটার সিস্টেম আক্রান্ত। বিশ্বজুড়ে এখন সাপ্তাহিক ছুটির রেশ। আতঙ্কের ব্যাপক প্রকাশ শুরু হবে আজ সোমবার থেকে। এদিকে খবর আসছে ‘ওয়ানাক্রাই’র দ্বিতীয় সংস্করণ তৈরি। দ্বিতীয় দফা আঘাত হানতে পারে আজ সোমবার ; আরও ভয়ঙ্কররূপে। র‍্যানসমওয়্যার গত দু বছর ধরেই সাইবার ত্রাসের শীর্ষে। আক্রান্ত হলে কিছুই করার থাকে না। হয় পণ দিয়ে উপাত্ত বা সিস্টেম পুনরুদ্ধার অথবা সব হারিয়ে নতুন করে আবার শুরু করা। ব্যাকআপ থাকলে ভালো, না থাকলে একেব

অ্যান্ড্রয়েডের বিকল্প ফিউশা

Image
অ্যান্ড্রয়েড হয়তো একদিন জনপ্রিয়তা হারাবে। তার জায়গা নিতে পারে এমন এক সফটওয়্যার তৈরি করেছে গুগল। নতুন এ সফটওয়্যারটির নাম ফিউশা। গতকাল সোমবার গুগলের এই সফটওয়্যারের তথ্য অনলাইনে ছড়িয়ে পড়ে। নতুন সফটওয়্যারটিকে ভাবা হচ্ছে পরবর্তী প্রজন্মের অপারেটিং সিস্টেম। ফিউশা সফটওয়্যারটি পরবর্তী প্রজন্মের অনেক স্মার্ট ডিভাইসে ব্যবহারের লক্ষ্যে উন্নত করে তৈরি করছে গুগল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট আরস টেকনিকার তথ্য অনুযায়ী, ফিউশা তৈরিতে প্রচলিত লিনাক্স কোড ব্যবহার কর েনি গুগল। এর পরিবর্তে নতুন কিছু ব্যবহৃত হয়েছে, যাকে বলা হচ্ছে ম্যাজেন্টা। প্রযুক্তিবিশ্বে গুগলের নতুন সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন রয়েছে। ডেস্কটপের জন্য ক্রোম ওএস ও অ্যান্ড্রয়েড মিলিয়ে আরও উন্নত সফটওয়্যার তৈরির লক্ষ্য প্রতিষ্ঠানটির। এতে গুগলের পণ্য পোর্টফলিও আরও উন্নত হবে। গুগল বর্তমানে ট্যাবলেট কম্পিউটারের জন্য অ্যান্ড্রয়েড নিয়ে তেমন আগ্রহী নয়। এতে বোঝা যায়, ফিউশার মতো ভিন্ন সফটওয়্যারের ট্যাবলেটসহ অন্যান্য প্রযুক্তিপণ্যে সম্ভাবনা দেখছে গুগল। ফিউশাকে কম্বো অপারেটিং সিস্টেম হিসেবে চালাতে চায় গুগল। এ